রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নতুন ভারপ্রাপ্ত প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার বিকেলে নগর ভবনের মেয়র দপ্তরকক্ষে সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
মেয়রের সাথে সাক্ষাতের পর রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ ও মাননীয় মেয়রের একান্ত সচিব মোঃ আলমগীর কবিরের সঙ্গে সৌজন্য করেন নতুন ভারপ্রাপ্ত প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ। এ সময় তাদেরকেও ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
উল্লেখ্য, গত ১৫ জুলাই রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পদে বদলি হন। এরপর রাসিকের রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ ভারপ্রাপ্ত প্রধান রাজস্ব কর্মকর্তার দায়িত্ব পান।