জাহাঙ্গীর তালুকদারঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মটর শ্রমিক,সি.এন.জি,অটোটেম্পু চালকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে সামাজিক দূরুত্ব বজায় রেখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম.পির নির্দেশনায় করোনা পরিস্থিতিতে গৃহবন্দী গাড়ী চালকদের মাঝে ৫০০ ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ।
এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. ফজলুল হক,উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি- বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রণু ঠাকুর,সাধারণ সম্পাদক- আলহাজ্ব বাবুল মিয়া সরকার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন ও মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা আক্তার কাকন,তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের,উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান,ছাত্রলীগের সভাপতি- রাকিব হাসান মাজহারুল,সাধারণ সম্পাদক- শিবু চন্দ্র দাস প্রমুখ।