• ঢাকা
  • বৃহস্পতিবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
আলফাডাঙ্গায় বিএনপি নেত্রী শামা ওবায়েদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল

কবির হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকুর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠন।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আলফাডাঙ্গা পৌর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সন্নিকটে অবস্থিত বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদর বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামে বিএনপি নেত্রী শামা ওবায়েদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। সরকার পতনের পর আজ সেই নেত্রীর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করে তাকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আমরা দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এ্যাড. হেমায়েত হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ডা. আজিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরব আলী, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরুল হোসেন, যুগ্ম আহবায়ক ইয়ানুর খান ও উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মিলন প্রমুখ।

প্রসঙ্গ :গত ২১ আগস্ট সকালে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকুর সমর্থকদের সঙ্গে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (পদ স্থগিত) মো. শহিদুল ইসলাম বাবুলের সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে বাবুলের সমর্থক কৃষকদল নেতা কবির ভূঁইয়া (৫০) নিহত হন। এ ঘটনায় গত ২৩ আগস্ট সকালে শামা ওবায়েদকে হুকুমের আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী মোনজিলা বেগম।

কবির হোসেন
তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।