ফরিদপুরে সুবর্ণ জয়ন্তী মেলায় বাংলা থিয়েটারের সাইরেন নাটকে মুগ্ধ দর্শক
মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
শহরের রাজেন্দ্র কলেজ মাঠে শুরু হয়েছে সুবর্ণ জয়ন্তী মেলা।
আর মেলাতে প্রতিদিনই থাকছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার রাতে ব্যতিক্রমধর্মী এক নাটক পরিবেশন করে বাংলা থিয়েটার।
তাদের পরিবেশিত নাটকের নাম ছিল সাইরেন।
নাটকটি রচনা ও নির্দেশনা দেন ওয়াহিদ বিন সিরাজ তাবজী।
এই নাটকে কারাগারে সাজাপ্রাপ্ত চারজন অপরাধীর জীবনধারা ফুটে উঠেছে দারুন ভাবে।
সম্পূর্ণ কাল্পনিক এই নাটকের প্রত্যেকটা চরিত্র দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আনিস, নিত্য, শহীদ চিশতী, মিঠুন, তিতলি, দিবা, বিজয়, দিল ভি, তনময় জনি ও শাকিব।
এটা এই নাটকের থিয়েটারের চতুর্থ পরিবেশনা। এবং বাংলা থিয়েটারের ২৪ তম প্রদর্শনী বলে জানা গেছে।
উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই নাটকটি উপভোগ করে।