শ্রদ্ধা নিবেদন ও আলোচনা অনুষ্ঠিত
কে এম রুবেল, ফরিদপুর।
বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন করেছে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। দিবসটি উপলক্ষে সকালে প্রভাত ফেরী বের করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জয়নুল আবেদীনের নেতৃত্বে। প্রভাত ফেরিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়।
অম্বিকা ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জয়নুল আবেদীন, মো. মিজানুর রহমান, ঝর্ণা রানী সাহা, প্রবীর কুমার গোস্মামী, ওমর ফারুকে আজম, তানজিলা আলম, সুমন কুমার বিশ্বাস প্রমুখ।
আলোচনরা সভা শেষে শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।