• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
ফরিদপুর বই মেলায় সকলকে মুগ্ধ করেছে ফাইন আর্ট সোসাইটির শিল্প কর্ম

বিজয় পোদ্দার, ফরিদপুর :২০ মার্চ ফরিদপুর ঐতিহাসিক অম্বিকা ময়দানে শুরু হওয়া সপ্তাহ ব্যাপি একুশে গ্রন্থ মেলায় মানুষকে মুগ্ধ করেছে ফরিদপুর ফাইন আর্ট সোসাইটির শিল্প কর্ম।

শহিদ মিনার সংলগ্ন প্রদর্শন গ্যালারিতে স্থান পেয়েছে সোসাইটির সভাপতি শিল্পী সাজেদুল ইসলাম তাতা-র ২৫ মার্চ ১৯৭১, প্রসান্ত কুমার বৌদ্ধের ফ্রিডম, মোঃ আব্দুল মতিন তালুকদারের প্রকৃতি, কাজী কাওছার উদ্দিন লাভ অফ ম্যান, এজাজ এ কবির এর স্ত্রী নিউশন, শামসুজ্জামান লিন্টুর দি রেস্ট, রেজাউল করিম জুয়েলের বিউটিফুল, মোঃ সুমন মিয়ার প্রকৃতি, মাইকেল কলিন্স টোম, সেলিম খানের ইসলামীক কালিও গ্রাফি, নাজমুস সাকিব এর প্রকৃতি, শারমিন আক্তারের ল্যান্ড স্কেব, প্রনব সরকারের ওয়াল্ক এলিয়ন, মোঃ মাহফুজুর রহমান রুমন এর ভালবাসা, শুভ্র দেবনাথ অলিক এর বঙ্গবন্ধু, রাহুল ব্যানার্জির হর্সসহ কয়েকটি শিল্পকর্ম। নানা মাধ্যমে আঁকা ছবি গুলো মানুষের মন কেড়েছে।

ফরিদপুর ফাইন আর্ট সোসাইটি নেতৃবৃন্দ বলেন, শিল্প বোধ প্রিয়তা মানুষের মধ্যে মানবতা ও ভ্রাতৃত্ব বোধ সুদৃঢ় করে। দেশাত্ব বোধ ও সাংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে সঠিক ইতিহাস চর্চায় এগিয়ে চলে। ফরিদপুরে চিত্র কর্ম প্রদর্শনের কোন গ্যালারি নেই আমরা জেলা প্রশাসকের কাছে বিষয়টি বলেছি। তিনি এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক মঞ্চে গান কবিতা নৃত্যসহ নানা বিষয় পরিবেশন হচ্ছে। ফরিদপুর প্রেসক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলগুলোতে নতুন বইয়ের ঘ্রাণে আসক্ত হচ্ছে সব বয়সের পাঠকরা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।