ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলায় টানা বৃষ্টির কারণে বানের পানিতে তলিয়ে গেছে অসংখ্য পুকুরের মাছ।
উপজেলার ৬ নং পীরগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মসলন্দপুর এলাকায়,ইকোটেক অর্গানিক গার্ডেন লিঃ এর প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।
অার এই করোনা কালে অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলা।এই বন্যার ফলে লাখ লাখ মানুষ যেমন কর্মহিন হয়ে পরেছে।
সেই সঙ্গে ডুবে গেছে ফসলি জমি অাম বাগান,হঠাৎ বন্যায় কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে নভেল করোনাভাইরাসের লোকসান কাটিয়ে ওঠার আগেই টানা বৃষ্টির কারণে বানের জলে এমন ক্ষতিতে দিশেহারা উপজেলার মৎস্য খামারিরা।
উপজেলা মৎস্য অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত জুলাই মাসের শুরু থেকে ভারি বর্ষণ কারণে পীরগঞ্জ উপজেলাসহ জেলা বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, পানি বন্দী অনেক পরিবার।
তাছাড়া জেলার অসংখ্য পুকুরের মাছ বানের পানিতে ভেসে গেছে এর মধ্যে পীরগঞ্জ উপজেলার ইকোটেক অর্গানিক গার্ডেন লিঃ এর ক্ষতির পরিমাণ প্রায় ৬০ লক্ষ টাকারো বেশি হবে।
উপজেলার বিভিন্ন এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার প্রতিটি ইউনিয়নে বেশ কয়েকজন মৎস্য চাষি অাছে যারা সরকারি ভাবে কোনো সুযোগ সুবিধা পায়নি, এই উপজেলায় টানা বৃষ্টি কারণে প্রায় অসংখ্য পুকুর ও দীঘি বন্যায় তলিয়ে গেছে।
উপজেলার মৎস্য চাষিদের সাথে কথা বলে জানাযায়, তাঁরা সারা বছর মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন।
কথা হয় মৎস্য চাষি পীরগঞ্জ পৌরসভার বাসিন্দা মোঃ অানোয়ার হোসেন সাথে তিনি জানান অামার প্রায় ৮ বছর হবে মাছের চাষের সাথে জড়িত, সরকারি ভাবে কোনো সুযোগ সুবিধা তো পায়নি এই টানা বৃষ্টির কারণে অামাদের মাছ চাষিদের অনেক ক্ষতি হয়েছে।
তবে মৎস্য জীবি যারা তারা সরকারি ভাবে অনেকই সুযোগ সুবিধা পেয়েছে, তাছাড়া বাংলাদেশের একমাত্র অামিষ চাহিদা মেটাতে মৎস্য চাষিরা ভূমিকা অপরিসীম।
ব্যাংক থেকে ঋণ আর ধারদেনা করে পুকুরে মাছের চাষ করেন
অনেই সব তলিয়ে যাওয়ায় দিশেহারা এসব মৎস্যচাষীরা।
উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পীরগঞ্জ উপজেলার মসলন্দপুর এলাকার ইকোটেক অর্গানিক গার্ডেন লিঃ নামে মৎস্য খামারটি, কিন্তু হঠাৎ টানা বৃষ্টির কারণে ভেসে গেছে পুকুরে প্রায় ৬০ লাখ টাকার মাছ।
একই অবস্থা বাকি মৎস্য খামারিদের করোনা দুর্যোগ কাটিয়ে ওঠার আগেই বানের জলে এমন ক্ষতিতে
দিশেহারা পীরগঞ্জের মৎস্য খামারিরা ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন
তারা।
ভারি বৃষ্টি কারণে পুকুরের পানি উপচে বিভিন্ন প্রজাতির মাছের
পোনা ও বড় মাছ বেরিয়ে যায়।
এই বিষয়ে পীরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ খালেদ মোশাররফ জানিয়েছেন।
উপজেলায় প্রায় বেশি কয়েকটি খামারির মাছ, টানা বৃষ্টির কারণে পানিতে ভেসে গেছে আমরা ক্ষতিগ্রস্ত মাছচাষীদের ১৬ জনের তালিকা হাতে পেয়েছি। এদের ক্ষতি হবে প্রায় ৫৬ লাখ টাকা অারো হইতো অনেক মৎস্য চাষি অাছে যারা এখনো অামাদের কাছে অাসেনি।
তবে ইকোটেক অর্গানিক গার্ডেন লিঃ মৎস্য খামরটির সম্পর্কে জানতেন না বলে জানান মৎস্য কর্মকর্তা তিনি বলেন অামি নতুন এসেছি, গোটা উপজেলা মিলে ক্ষতি পরিমাণ হবে এখন প্রর্যন্ত ৫৬ লক্ষ টাকা।
অার গোটা উপজেলা ক্ষতি সবচেয়ে বেশি ইকোটেক অর্গানিক গার্ডেন লিঃ এর ।অার একটা মৎস্য খামারে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি সম্পর্কে তিনি কিছুই জানেনা বলে জানান। তিনি মৎস্য সপ্তাহের জন্য ব্যস্তো থাকবেন সুযোগ পেলেই তিনি পরিদর্শনে যাবেন।।
এই বিষয়ে রংপুর বিভাগের, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা,
সহকারী পরিচালক মোঃ ফায়সাল অাজম কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি জানান অামরা মৎস্য চাষিদের সম্পর্কে প্রতিদিন
প্রতিটি তথ্য সরকারের কাছে জানাছি, তবে অামাদের জানামতে বাংলাদেশে সরকারের পক্ষ থেকে কোনোদিন মৎস্য চাষিরা কোনো প্রকার ক্ষতি পূরণ দেওয়া এরকম তথ্য অামাদের জানা নেই, তবে সরকার ভাবে কোনো সুযোগ সুবিধা মৎস্য চাষিদের দেওয়া হয়েছে বলে অামার জানা নেই। যদি কোনো প্রকার সাহায্য সহযোগিতা সরকারি ভাবে এসে থাকে তারা পাবেন। তাছাড়া মৎস্য চাষিদের সরকারি ভাবে তেমন কোনো ক্ষতি পূরণ দিয়েছে বলে অামাদের জানি না।