• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
কানাডায় পুলিশের পোশাক পরে বন্দুকধারীর হামলা

কানাডার নোভা স্কোশিয়া প্রদেশে পুলিশের পোশাক পরে এক বন্দুকধারীর হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে একজন ১৭ বছর বয়সীও আছেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো জানা যায়নি। তবে পুলিশ বলছে, হামলাকারী কয়েকজন হতাহতদের চিনে।

গত শনিবার রাতে পুলিশের পোশাক পরে এবং ‘পুলিশের গাড়ি’ ব্যবহার করে নোভা স্কোশিয়া প্রদেশের কেন্দ্রীয় শহর হলিফেক্স থেকে ১৩০ কিলোমিটার দূরের উপকূলীয় শহর পোর্টাপিকেতে হামলা শুরু করে ওই হামলাকারী। প্রায় ১২ ঘণ্টা ধরে বিভিন্ন জায়গায় হামলা চালায় সে।

হামলার দিনেই পুলিশ ৫১ বছর বয়সী হামলাকারী গ্যাব্রিয়েল ওর্টম্যানকে গুলি চালিয়ে হত্যা করে।

এই ঘটনার আরও তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। দেশটির কয়েক দশকের ইতিহাসে এটি রক্তক্ষয়ী হামলা। বিবিসি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।