• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং
বীর মুক্তিযোদ্ধা হাসিবুল হাসান স্মৃতি সর্টপিস টিকেটে দ্বিতীয় দিন ১২ টি ম্যাচ অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা হাসিবুল হাসান স্মৃতি সর্টপিস টিকেটে দ্বিতীয় দিন ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শহরের আলিপুরে হাসিবুল হাসান লাবলু সড়কে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা হাসিবুল হাসান লাবলু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এ গত সোমবার রাতে ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

  বিকেল চারটা থেকে অনুষ্ঠিত ম্যাচ শেষ হয় রাত ১ টায় । দিনের প্রথম ম্যাচে অল স্টার ক্লাব ১৪ রানে এক্সট্রিম বয়েজ কে, দ্বিতীয় ম্যাচে কাশেম হাউস ৫ উইকেটে ফিনিক্স কে, তৃতীয় ম্যাচে আলিপুর ৮০ রানে খোদাবক্স রোড দলকে, চতুর্থ ম্যাচে খোদাবক্স রোড ৩ উইকেটে এসএম সাপ্লাই কে, পঞ্চম মেসে সি কে এস ১০৫ রানে পাকিস্তান পারাকে, ষষ্ঠ ম্যাচে হিউম্যান রিসোর্স ৭ উইকেটে বিলনালিয়া কে, পরাজিত করে। সপ্তম খেলায় মোকাবেলা করে খোদাবক্স রোড ও সিংপাড়া একাদশ খেলাটি ৮৬ রানে টাই হয়, অষ্টম খেলায় ১ রানে আলিপুর একাদশ খোদাবক্স রোড দলকে , নবম ম্যাচে বিলনালিয়া ৪ উইকেটে পাকিস্তান পাড়া কে, দশম  ম্যাচে সিকে এসে ২ উইকেটে স্কাই মিডিয়াকে, ১১তম ম্যাচে এসএম সাপ্লাই ৩১ রানে সিংপাড়া একাদশকে এবং শেষ ম্যাচে হিউম্যান পোস্ট পেট ৬ উইকেটে স্কাই মিডিয়া দলকে পরাস্ত করে।

 তৃতীয় দিনে আরও দশটি খেলা হবার কথা বলে জানা গেছে। আম্পায়ারঃ রাকেশ মণ্ডল পাপ্পু ও মিলন হোসেন। স্কোরারঃ চয়ন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।