বীর মুক্তিযোদ্ধা হাসিবুল হাসান স্মৃতি সর্টপিস টিকেটে দ্বিতীয় দিন ১২ টি ম্যাচ অনুষ্ঠিত
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
612 বার দেখা হয়েছে
০
বীর মুক্তিযোদ্ধা হাসিবুল হাসান স্মৃতি সর্টপিস টিকেটে দ্বিতীয় দিন ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শহরের আলিপুরে হাসিবুল হাসান লাবলু সড়কে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা হাসিবুল হাসান লাবলু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এ গত সোমবার রাতে ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
বিকেল চারটা থেকে অনুষ্ঠিত ম্যাচ শেষ হয় রাত ১ টায় । দিনের প্রথম ম্যাচে অল স্টার ক্লাব ১৪ রানে এক্সট্রিম বয়েজ কে, দ্বিতীয় ম্যাচে কাশেম হাউস ৫ উইকেটে ফিনিক্স কে, তৃতীয় ম্যাচে আলিপুর ৮০ রানে খোদাবক্স রোড দলকে, চতুর্থ ম্যাচে খোদাবক্স রোড ৩ উইকেটে এসএম সাপ্লাই কে, পঞ্চম মেসে সি কে এস ১০৫ রানে পাকিস্তান পারাকে, ষষ্ঠ ম্যাচে হিউম্যান রিসোর্স ৭ উইকেটে বিলনালিয়া কে, পরাজিত করে। সপ্তম খেলায় মোকাবেলা করে খোদাবক্স রোড ও সিংপাড়া একাদশ খেলাটি ৮৬ রানে টাই হয়, অষ্টম খেলায় ১ রানে আলিপুর একাদশ খোদাবক্স রোড দলকে , নবম ম্যাচে বিলনালিয়া ৪ উইকেটে পাকিস্তান পাড়া কে, দশম ম্যাচে সিকে এসে ২ উইকেটে স্কাই মিডিয়াকে, ১১তম ম্যাচে এসএম সাপ্লাই ৩১ রানে সিংপাড়া একাদশকে এবং শেষ ম্যাচে হিউম্যান পোস্ট পেট ৬ উইকেটে স্কাই মিডিয়া দলকে পরাস্ত করে।
তৃতীয় দিনে আরও দশটি খেলা হবার কথা বলে জানা গেছে। আম্পায়ারঃ রাকেশ মণ্ডল পাপ্পু ও মিলন হোসেন। স্কোরারঃ চয়ন।