আলফাভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে মারামারির অপরাধে চারজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১এপ্রিল) বিকাল ৬ টায় দিকে আলফাডাঙ্গা উপজেলার টাবনী বটতলা বাজারে এক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসব দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে ইউপি সদস্য মিটু মোল্যা ও ফরিদ খান পক্ষের মধ্যে বিভিন্ন সময় সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে আসছে। সর্বশেষ বৃহস্পতিবার সকালে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সাথে অভিযান চালিয়ে উভয়পক্ষের মো. আতর আলী (৫২), সিরাজুল ইসলাম (৪৩), আরজ মোল্যা (৪৪) ও মো. কামাল মোল্যাকে (৪২) আটক করে।
পরে পাশের টাবনী বটতলা বাজারে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে এলাকায় আইন-শৃঙ্খলা অবনতির কাজে জড়িত থাকায় সিরাজুল ইসলাম ও আরজ মোল্যাকে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর দিকে আতর আলী ও কামাল মোল্যাকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক বলেন, ‘এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর অপরাধে চারজনকে বিভিন্ন সাজা দেওয়া হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে উভয়পক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’