নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক দৌলত আলী (ওরফে বিরু) কবিরাজ তার মায়ের জমানো তিন হাজার ২শ টাকা দিয়ে একটি হ্যান্ড মাইক কিনে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার প্রতিটি হাট বাজারে উপস্থিতি হয়ে করোনাভাইনাস থেকে নিজেকে, পরিবার এবং দেশ ও জাতিকে বাঁচানোর জন্য স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করে প্রচারনা চালিয়ে আসছেন।
হতদরিদ্র দৌলত আলী (ওরফে বিরু) কবিরাজ এর সাথে আলাপকালে জানা যায়, মরণঘাতী করোনা ভাইরাস থেকে দেশ ও জাতিকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার প্রতি সম্মান জানানোর লক্ষ্যে তার মা নুরজামিলার জমানো ৩২শ টাকা দিয়ে একটি হ্যান্ড মাইক কিনে ২০ মার্চ থেকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি হাট-বাজার ও উপজেলা সদরে মাস্ক পড়ে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার প্রচারনা চালিয়ে আসছি।
এছাড়াও তিনি আরও বলেন, প্রচারনা কালিন সময়ে যারা মুখে মাস্ক পরেনাই তারা সঙ্গে সঙ্গে মাস্ক পরিধান করেন।
কিছু দুর গিয়ে অনেকে মাস্ক খুলে ফেলেন। এরপরও তিনি প্রচারনা চালিয়ে যাচ্ছেন হতাশ না হয়ে।
তিনি আরও জানান, আমি গরিব মানুষ আমার সংসার চালানোর মতো কিছু নেই তারপরও দেশের মানুষের কথা বিবেচনা করে এই মরণঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা ও সচেতন করতে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার প্রতি সম্মান জানানোর জন্য এই প্রচারনা চালিয়ে যাচ্ছি।
এই প্রচারনার সময় আপনাকে উপজেলা প্রশাসন থেকে কোন সহযোগীতা করছেন কিনা বলে প্রশ্ন করলে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহির তাকে ইতিপূর্বে ২৮ কেজি চাল ও একটি পিপি দিয়েছেন। আর আমাকে তারপর থেকে আর কিছুই দেননি। সেই পিপি পরিধান করে প্রচারনা কাজ অব্যাহত রেখেছেন। প্রচারনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা ও আর একসেট পিপি তাকে প্রদানের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন।
অপরদিকে এলাকার জনসাধারণ বলেন, করোনা ভাইরাসের শুরুদিকে উপজেলা প্রশাসন স্বাস্থ্যবিধি রক্ষার্থে জনগণকে সচেতন করতে বিভিন্ন প্রদক্ষেপ তোরজোড়ভাবে পালন করলেও গত এক মাস থেকে সেই তোরজোড় আর লক্ষ্য করা যাচ্ছেনা। আর বিরু মানুষের কল্যাণের জন্য তোরজোড় ভাবে এখনো কাজ করে যাচ্ছে। তারপর তার সংসার চালানোর জন্য উপজেলা প্রশাসন থেকে তাকে কোন সহযোগিতা করা হচ্ছেনা এটা খুব দুখের বিষয়। তাই মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কমনা করছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, স্বাস্থ্যবিধি মানার জন্য আমি এখনো প্রচারনা চালিয়ে যাচ্ছি। আর বিরুকে উপজেলা থেকে কিছু চাল ও পিপি প্রদান করা হয়েছে।