Nurul Islam নামক ফেইসবুক আইডি থেকে হেফাজত ইসলামের আমীর আল্লামা আহম্মেদ শফী এবং আল্লামা জুনাইদ বাবু নগরী সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করায় আলেম-ওলামাসহ সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনদের কাছে ক্ষমা প্রার্থণা করেছেন ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম।
আজ বুধবার (২২ সেপ্টেম্বার) সকাল ১১ টায় বল্লভদি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে আলেম-ওলামাসহ সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম বলেন, আমার ছবি সম্বলিত Nurul Islam নামক ফেইসবুক আইডি থেকে মরহুম আল্লামা আহম্মেদ শফী (রহঃ) এবং আল্লামা জুনাইদ বাবু নগরী সম্পর্কে যে আপত্তি জনক মন্তব্য করা হয়েছে তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত এবং সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থণা করছি ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোশারফ হোসেন, মোঃ লিটন, স্থানীয় হাকিম মাতু্ব্বার, শাহজাহান ফকির, ছাত্রলীগ নেতা কাজী শাওন ও সাংবাদিক বৃন্দ।