মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর পশ্চিম আলিপুর শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে খন্দকার লজ যুব সংঘ। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে নদীরপাড় একাদশ।
রবিবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে খন্দকার লজ যুব সংঘ একাদশ ৪ উইকেটে নদীর পাড় একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এই টুনামেন্টে মোট১৪টি দল অংশ নেয়। প্রতিটা ম্যাচে হয় নক আউট পদ্ধতিতে।
ফাইনাল খেলা শেষ হয় রাত ৪ টায়।
প্রতিযোগিতার ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের আশিক।
খেলা শেষে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর রিজিওনাল ইনচার্জ ওয়াসিউজ্জামান ও বিশেষ অতিথি ছিলেন জামান এন্টারপ্রাইজ এর আরিফুজ্জামান।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ট্রফি ও নগদ ৮০০০ টাকা এবং রানার্স আপ দল ট্রফি নব ৪০০০টাকার পুরস্কার লাভ করে।