মানিক কুমার দাস,ফরিদপুর প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে ফরিদপুরে সকাল সন্ধ্যা গণ অনশন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকাল ৯ টা থেকে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে শুরু হয় এই গণ অনশন কর্মসূচি।
সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে এই কর্মসূচি পালিত হয়।
এই কর্মসূচিতে ফরিদপুর পূজা উদযাপন পরিষদ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ভবতোষ বসু রায়, অলোকসেন, অশোক রাহুত বাপন, অনুপ তরফদার, তাপস সাহা, ননী গোপাল রায়, রামদত্ত, কিংকর মিত্র, তুষার দত্ত প্রমুখ।
কর্মসূচি বিষয়ে সংগঠনের সভাপতি ভবতোষ বসু রায় জানান, আমাদের এই অনশন কর্মসূচি সারা দেশব্যাপী পালিত হচ্ছে তারই অংশ হিসেবে আমরা ফরিদপুরের বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে কর্মসূচি পালন করছি। আমরা চাই সরকার দ্রুত আমাদের দাবি সমূহ বিশেষ বিবেচনা নিয়ে বাস্তবায়নের রূপ প্রদান করুক।
এই সংবাদ লেখা পর্যন্ত কর্মসূচিটি চলছিল