বিশেষ প্রতিনিধি:-প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গত ১৪ বছরের উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে আজ শুক্রবার আলফাডাঙ্গা বাজারে গণসংযোগ করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম।
এ সময় তিনি আলফাডাঙ্গা বাজার এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময়সহ গণসংযোগ করেন।
গণসংযোগ সময় তিনি বলেন, ‘পদ্মাসেতু হয়েছে, এই অঞ্চলের উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট-বিদ্যুতের ব্যবস্থা হয়েছে- বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার জন্য। পদ্মাসেতুর জন্য ২ ঘন্টায় আলফাডাঙ্গা থেকে রাজধানী ঢাকায় পৌঁছানো যায় । সেদিন আর বেশি দূরে নয়, যেদিন এলাকার মানুষ ঘরে বসেই অর্থ উপার্জন করে স্বাবলম্বী হবে। এ এলাকার উন্নয়ন হয়েছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।’
কাজী সিরাজ আরো বলেন, শেখ হাসিনা ভালো থাকলে আমরা ভালো থাকব, আমাদের এলাকার উন্নয়ন হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি যেন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন- আপনারা সে দোয়া করবেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। এ গতি থামবে না।’
গণসংযোগ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য মোঃ আসাদুল করিম , বোয়ালমারী উপজেলা কৃষক লীগের আহবায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মোঃ কামরুল ইসলাম ,কাজী শহিদুল ইসলাম সজল, কৃষক লীগ নেতা কাজী রেজাউল হক, সাবেক ইউপি সদস্য অসিত কুমার মৃধা প্রমুখ।