ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ১ হাজার পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার তালমা ইউনিয়নের কদমতলি চেয়ারম্যান বাড়িতে ঈদ বস্ত্র হিসাবে শাড়ি লুঙ্গি বিতরন করেন, যমুনা গ্রুপের পরিচালক, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সাবেক সদস্য, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: জামাল হোসেন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়া, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ দেলোয়ারা বেগম প্রমুখ।
জামাল হোসেন মিয়া বলেন, শুক্রবার আমার ইউনিয়নের ১ হাজার মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরন করলাম। এছাড়াও ফরিদপুর ২- আসনের প্রতিটি গ্রামে ঈদ বস্ত্র পৌঁছে দেওয়ার পক্রিয়া চলমান রয়েছে। শেখ হাসিনা সরকারের আমলে কেও না খেয়ে থাকবে না। জননেত্রী শেখ হাসিনা বলেছেন দরিদ্র মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে যতদুর সম্ভব হয়েছে আমার এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। তারই ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে শাড়ি লুঙ্গি বিতরন কার্যক্রম করছি। আমার একার্যক্রম অব্যহত থাকবে।