• ঢাকা
  • শুক্রবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
ক্ষিদির বিশ্বাসের ডাঙ্গি গ্রামে ফরমান মাতুব্বরের বাড়িতে বিচার গান অনুষ্টিত

মাহবুব পিয়াল,ফরিদপুর :
ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ক্ষিদির বিশ্বাসের ডাঙ্গি (পৌরসভার ২৪ নং ওয়ার্ড) গ্রামের ফরমান মাতুব্বরের বাড়িতে বিচার গান অনুষ্টিত হয়েছে। রবিবার(২০ অক্টোবর) রাত ৯টায় প্রার্থনা সংগীত -বন্দনার মধ্যে দিয়ে দুই পক্ষ পালা শুরু করেন ।গুরু শিয্য পালায় গুরুর ভুমিকায় গান পরিবেশন করেন তরুন বাউল শিল্পি মোশাররফ সরকার ও শিয্যর ভুমিকায় গান পরিবেশন করেন ফরিদপুরের উদয়মান ককিলকন্ঠি শিল্পি তাসলিমা সরকার ।
জমজমাট এই বিচারগান শত শত লোক গভীর রাত পর্যন্ত উপভোগ করেন।এ অনুষ্টানে তরুন রাজনীতিবিদ ও সমাজ সেবক মো: শরীফ আহমেদ, মো: শহিদুল ইসলাম নান্নু মোল্লা, প্রবীণ সমাজসেবক ফরমান মাতুব্বর, সুনামউদ্দিন, বক্কার সাধু, লাকি মেম্বারসহ এলাকার গন্যমান্যব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্টানের শুরুতে সদ্য প্রয়াত ফরিদপুরের বিশিষ্ট বাউল সংগীত শিল্পি বাউল কবি মোক্তার দেওয়ান স্মরনে এবং তার লেখা গান পরিবেশন করেন আবুল খায়ের বাউল।এছাড়া ফরমান মাতুব্বরের বাড়িতে বিচার গান কে কেন্দ্র করে রাস্তার দুইধারে বিভিন্ন রকমারী পণ্যের দোকান ,খাবারের দোকান ও মেলা বসে।গভীর রাত পর্যন্ত বিচার গান শুনতে আসা মানুষজন পণ্য সামগ্রী কেনা কাটা করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।