আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
গত ২২ জুলাই বুধবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ. কে.এম জাহিদুর হাসান জাহিদ,উপজেলা কৃষি অফিসার রিপন প্রসাদ সাহা, উপজেলা মৎস্য অফিসার সুমন লাল দেবনাথ, উপজেলা সমবায় অফিসার অসীম কুমার নাগ প্রমূখ।