• ঢাকা
  • রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং
সালথা’য় মা‌ছের পোনা অবমুক্তকরন ও মৎস্য সপ্তাহের উদ্বোধন।

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় মা‌ছের পোনা অবমুক্তকর‌নের মধ্যে দি‌য়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ এর শুভ উদ্বোধন করা হ‌য়েছে। এবা‌রের প্র‌তিপাদ্য বিষয় ‘মাছ উৎপাদন বৃ‌দ্ধি ক‌রি, সু‌খি সমৃদ্ধ দেশ গ‌ড়ি’। ২১ শে জুলাই হ‌তে ২৭ শে জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ ঘোষনা করা হ‌য়ে‌ছে।

উপ‌জেলা প্রশাসন সালথা এর সা‌র্বিক তত্ত্বাবধায়‌নে এবং উপ‌জেলা মৎস্য দপ্তর এর বাস্তবায়‌নে ২২ শে জুলাই বুধবার বেলা ১১ টায় সালথা উপ‌জেলা প‌রিষ‌দের পুকু‌রে মা‌ছের পোনা অবমুক্তকর‌ণের মাধ্য‌মে এই মৎস্য সপ্তা‌হের উদ্বোধন করা হয়। এর আ‌গে জাতীয় মৎস্য সপ্তাহ উপল‌ক্ষে ২১ শে জুলাই হ‌তে প্রচার প্রচারনা শুরু হয়।

এসময় অন্যান্য‌দের ম‌ধ্যে উপস্থিত ছি‌লেন সালথা উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার, উপ‌জেলা ম‌হিলা ভাইস‌ চেয়ারম্যান রুপা বেগম, উপ‌জেলা মৎস্য কর্মকর্তা সৈকত ম‌ল্লিক, উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা জীবাংশু দাস, উপ‌জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বা‌রী প্রমুখ।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার ব‌লেন, ক‌রোনা কা‌লিন সম‌য়ে আ‌মি‌ষের ঘাট‌তি পূরণ ও নির‌বি‌চ্ছিন্নভা‌বে মাছের উৎপাদন অব্যাহত রাখ‌তে মাননীয় প্রধানমন্ত্রীর নি‌র্দেশনা অনুযা‌য়ী কাজ চল‌ছে। রোগ প্র‌তি‌রোধ ক্ষমতা বৃ‌দ্ধি কর‌তে বে‌শি ক‌রে আ‌মিষ খান এবং ক‌রোনা সংক্রান্ত সকল স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে চলুন।

২২ জুলাই ২০২০

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।