চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে বিএস ডাঙ্গী গ্রামের মৃত উসমান গণি খানের ছেলে অসহায় আক্কাস আলী খান (৫০) এর বসতভিটে বাড়ীর আঙিনার উন্মুক্ত জমিতে শনিবার দুপুর ১২ টায় পেশী শক্তির জোরে জোর পূর্বক টিনের ছাপড়া ঘর উঠিয়ে রেখেছে প্রভাবশালী দখলদাররা। স্থানীয় প্রভাবশালী ওবায়দুল্লা আল- আজাদ (৩৫), জাবেদ খান (৫০), শেখ ছালাম (৫৫), শেখ শাহাদাত (৩০) ও শেখ আজাদ (২৫) সহ আরও প্রায় অর্ধাশতাধিক বখাটে মিলে অসহায় আক্কাস আলী খানকে
মেরে ফেলার হুমকী দিয়ে তার বসত ভিটেয় ঘর উঠিয়েছে বলে অভিযোগ রয়েছে।
দখলদাররা উক্ত পরিবারের বসতীয় ঘর থেকে পাকা রাস্তা পর্যন্ত প্রায় ৫ শতাংশ উন্মুক্ত ভিটে জমির গাছপালা কেটে জোর পূর্বক ঘর তুলেছে বলেও অভিযোগ। পরে অসহায় আক্কাস আলী খান চরভদ্রাসন থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করলে
পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করে দখলদারদের ঘর নির্মান কাজ বন্ধ করে দিয়েছেন।
এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা চরভদ্রাসন থানার এসআই প্রবীর কুমার জানান, “ আমি ঘটনাস্থলে গিয়ে দখলদারদের ঘর নির্মান কাজ বন্ধ করে দিয়েছি এবং উভয় পক্ষের জমির কাগজপত্র দেখে আইনগত পরবর্তি ব্যাবস্থা নেওয়া হবে”।
ক্ষতিগ্রস্থ ও অসহায় আক্কাস আলী খান জানায়, আমার বসতীয় পরিবারটি বিগত ৩৫ বছর ধরে সরকারি খাস জমি লীজ বন্দোবস্ত নিয়ে বাড়ীঘর করে বসবাস করে চলেছি। অত্যান্ত অসহায় পরিবার হিসেবে ১৯৮৫ সালে ৩৪ শতাংশ সরকারি নাল
জমি আমার নামে লীজ বন্দোবস্ত দেন এবং আমি নিয়মিত লীজমানি পরিশোধ করে চলেছি। ১৬৪ নং চরভদ্রাসন মৌজার ১৮৫২ নং খতিয়ানের ৮৩৩৪ নং দাগের ৩৪ শতাংশ
জমি ১৯৮৫ সালে সরকার আক্কাস আলী খানের নামে লীজ বন্দোবস্ত দেন। উক্ত জমির লীজ নং-ঢওও-ঠচ-২৬/৮৫-৮৬। অসহায় পরিবার পরবর্তিতে ট্রাকে মাটি কিনে এনে বহু
কষ্টে আমি উক্ত নাল জমি ভরাট গাছপালা ও বৃক্ষাদি রোপন করে শান্তিতে বসবাস করে চলেছে। কিন্ত দুর্বৃত্ত প্রতিবেশী জাবেদ খান, ছালাম শেখ, শাহাদাত শেখ, আজাদ শেখ মিলে বর্তমান উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই ওবায়দুল্লাহ আল-আজাদের
আশ্রয় নিয়ে অসহায়র জমি জোরপূর্বক দখল করেছে বলে অভিযোগ।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার জানান, “ উক্ত ভিটের আশপাশে আমাদের পৈত্রিক জমিজমা ছিল তা আমার মরহুম পিতা মৌলভী আবুল কালাম বিক্রি করে গেছেন বিধায় আমাদের অন্য চার ভাইয়ের কারো
কোনো চাওয়া পাওয়া নাই। কিন্ত আমাদের সবার ছোট্ট ভাই ওবায়দুল্লাহ আল- আজাদ সবার অবাধ্যচারণ করে ওই জমি দখল করতে গেছে”। আর দখলদারও বায়দুল্লাহ আল-আজাদ জানায়, “ আশপাশে আমার বাপ দাদার আমলের জমি ছিল বলেই আমি উক্ত ভিটেয় ঘর উঠিয়েছি”।