চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপার নেতৃত্বে শনিবার ভোররাতে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়েছে। এতে প্রজনন মৌসুমে ইলিশ নীধনের দায়ে দুই জেলেকে ভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত জেলেদের মধ্যে পার্শ্ববতী দোহার উপজেলার আঃ মান্নানের ছেলে রুহুল আমিন (৩৬) কে সাত দিনের বীনাশ্রম কারাদন্ড এবং উপজেলার খালাসী ডাঙ্গী গ্রামের ঝন্টু খালাসীর ছেলে শয়ন খালাসী (১৯) কে ১৫ দিনের বীনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। অভিযানের অন্যরা হলেন-
উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান, চরভদ্রাসন থানার এসআই সফিউল হোসেন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শামিম আরফিন সহ পুলিশ ও আনসার ব্যটলিয়ন সদস্যবৃন্দ। অভিযানে জব্দকৃত তিন হাজার মিটার কারেন্টজাল গোপালপুর
ঘাটে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং একটি ডিমওয়ালা ইলিশ মাছ একজন দুস্থর মাঝে বিতরন করা হয়।
জানা যায়, ওই দিন ভোরে উপজেলা পদ্মা নদীর চর কল্যানপুর, চর মঈনট, ভাটি শালেপুর ও দিয়ারা গোপালপুর সহ বিভিন্ন জলমহলে ইলিশ সংরক্ষন অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। অভিযানে ইলিশ নীধনের দায়ে দুই জেলেকে আটক করে ভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে জেলা কারাগারে পাঠানো হয় এবং জব্দকৃত জাল ধ্বংস করা সহ একটি ইলিশ দুস্থর মাঝে বিতরন করেন ভ্রাম্যমান আদালত।