• ঢাকা
  • শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং
বোয়ালমারীতে চোরাই গরু জবাই করে মাংস বিক্রির সময় কসাই আটক, পরে কৌশলে পলাতক

সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের বোয়ালমারীতে এক কসাইয়ের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। চোরাই গরুর মাংস বিক্রি করার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে জেরার মুখে কৌশলে পালিয়ে যায় কসাই কাবুল সরদার। রবিবার (২২.০৫.২২) সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের জয়পাশা বাজারে।

জানা যায়, উপজেলার পরমেশ্বর্দী গ্রামের স্বামী পরিত্যাক্তা সকুরন বেগম (৪৫) এর লাল রংয়ের একটি দুই বছরের বকনা গরু শনিবার (২১ মে) রাতে চুরি হয়। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। পরের দিন রবিবার সকালে ওই গরু জবাই করে স্থানীয় জয়পাশা বাজারে মাংস বিক্রি করছিলেন পরমেশ্বর্দী গ্রামের আদম সরদারের ছেলে কসাই কাবুল সরদার (৫০)। এসময় গুরুর মালিক সকুরনসহ স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা গরুর উৎস সম্পর্কে কাবুলকে জিজ্ঞাসাবাদ করেন। জবাবে সে গরুটির বিক্রেতা হিসেবে একই গ্রামের ইকতার মোল্যার নাম প্রকাশ করে। পরবর্তীতে খোঁজ খবর নিতে গেলে ইকতার মোল্যাকে এলাকায় পাওয়া যায়নি।
গরুর মালিক সকুরন বেগমের ভাই দবির ফকির জানায়, শনিবার গভীর রাতে আমার বোন সকুরন বেগম ঘুম থেকে উঠে গোয়ালে গিয়ে দেখে গরু নাই। পরে আমরা খোঁজাখুঁজি শুরি করি। সকালে জয়পাশা বাজারে গিয়ে দেখি ওই গরুর মাংস বিক্রি করছে কসাই কাবুল সরদার। তার কাছে গরুর কেনার খবর জানতে চাইলে সে বলে ইকতার মোল্যার নাম বলে পালিয়ে যায়। আমরা আইনের আশ্রয় নিবো।
ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক মো. মনির হোসেন জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে কসাইকে পায়নি। স্থানীয় মাতুব্বর এবং তার আত্মীয় স্বজনকে আজকে (রবিবার) দিনের মধ্যে কসাই কাবুলকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।