নিরঞ্জন মিত্র ( নিরু),ফরিদপুর :-
ফরিদপুর শতনীড় মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি লিমিটেডের ১৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের ঝিলটুলী শিশু একাডেমী মিলনায়তনে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
শতনীড় মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি লিঃ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে এসময় সভায় উপস্থিত ছিলেন সহ- সভাপতি এ্যাডভোকেট মতিউর রহমান নিজামী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল হক মোল্লা, কোষাধ্যক্ষ এ্যাড. এস. এম সিদ্দিকুর রহমান, ব্যাবস্থাপনা কমিটির কার্যকরী সদস্যদের মধ্যে এ.কে. এম হাবিবুর রহমান হাফিজ, এ্যাড. একে এম হাবিবুর রহমান, মোহাম্মদ আলী জিন্নাহ্,আমীর হোসেন খান, খন্দকার মাহমুদুর রহমান সহ কমিটির সদস্যবৃন্দ।
এসময় বক্তারা বলেন, প্রতিষ্ঠানটি ২০০৭ সালে শুরু হয়। প্রতি বছরের ন্যায় এই বছরেও ২০১৯ – ২০ বার্ষিক প্রতিবেদনর মাধ্যমে প্রতিষ্ঠানের আয় ব্যায় নিয়ে বিভিন্ন তথ্য বিষয়ে বিস্তারিত ভাবে তুলে ধরা হয় সদস্যদের মাঝে।
২০১৯ – ২০ অর্থ বছরে সর্ব মোট আয় ২ শত ১৫ কোটি ৩ লক্ষ ৮৭ হাজার ৩ শত ৬৫ টাকা ও অর্থ বছরে সর্ব মোট ব্যায় ২ শত ১৫ কোটি ৩ লক্ষ ৮৮ হাজার ৫ শত ৪৪ টাকা।
এসময় সভায় বক্তারা বিভিন্ন দিক নির্দেশিকা নিয়ে ২০১৯ – ২০ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন তুলে ধরে। প্রতিষ্ঠানটি অন্যদের মধ্যে আরো সচ্ছল সচ্ছ গতিশীল হিসাবে গড়ে তুলতে হবে বলে ব্যাক্ত করেন।
সভা শেষে সদস্যদের মধ্যে লটারির মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।
