ছাগল পালনে অর্থ আয়: খাদ্য পুষ্টি সবই যোগায়- এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ জুলাই সদর উপজেলা প্রাণীসম্পদ বিভাগের উদ্যোগে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের মেলার আয়োজন করা হয়েছে।
বুধবার উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মেলায় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে খামারিরা ব্ল্যাক বেঙ্গল জাতের পাঁঠা ও ছাগি নিয়ে আসেন। করোনা ভাইরাসের কারণে মেলার সময় সংক্ষিপ্ত করা হয়। দুপুরে মেলা পরিদর্শন করেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল্লাহ মোঃ আহসান ও সদর উপজেলা চেয়ারম্যান ও কোতোয়ালি আওয়ামীলীগ সভাপতি আঃ রাজ্জাক মোল্লা।
মেলা শেষে ১জন সেরা পাঁঠা ও ১জন সেরা ছাগি পালনকারীকে একটি করে এলইডি টিভি পুরষ্কৃত করা হয়। এ ছাড়া একজন খামারির একটি ছাগলের একসাথে ছয়টি বাচ্চা প্রসব করায় ঐ খামারিকেও একটি মোবাইল ফোন পুরস্কার দেওয়া হয়।
পুরষ্কার তুলে দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও সদর উপজেলা চেয়ারম্যান। সেরা খামারি নির্বাচন কমিটিতে ছিলেন সদর উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা বিজন কুমার নন্দী ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল আাহাদ, মা মনি ছাগল খামার মালিক এম এম বি জামান সেন্টু, ফরিদপুর ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি মীর কাশেম আলী প্রমুখ। মেলায় ২০জন খামারী অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা এস এম মান্নান।
এর আগে প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল্লাহ মোঃ আহসানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়, র্যালীতে কর্মকর্তাগণ ছাড়াও মেলায় আগত সকল খামারিরাও অংশগ্রহণ করেন।