মোঃ রমজান শিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২২/৮/২০২৪
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তাড়াইল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম মাতুব্বরের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে সড়ক থেকে ধরে কাশবনে নিয়ে এলোপাথাড়ি মারধর করে। এ সময় তার কাছে থাকা এক লক্ষ টাকা ও দুটি মোবাইল সেট লুটে নেয় দুর্বৃত্তরা।
স্থানীয় জনতা তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ খুদা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ হাসপাতালে অধ্যক্ষের খোঁজ খবর নেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল-রশিদ জানান, দুর্বৃত্তদের ধরতে পুলিশ মাঠে কাজ শুরু করছে।
অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম মাতুব্বর জানান, ভাঙ্গা সদর থেকে বাড়ির উদ্দেশ্যে তিনি রওনা দিলে হাজী ইরফান উদ্দিন ফিলিং স্টেশন এর সামনে কয়েকজন যুবক তার গতি রোধ করে এবং তাকে ধরে কাশবন নিয়ে যায়। সেখানে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আমাকে এলোপাথাড়ি মারধর করে টাকা ও মালামাল লুটে নেয়। মহাসড়কে সেসময় যান চলাচল করায় কি যান থামিয়ে যাত্রীরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সরকার পরিবর্তনের পর আওয়ামী পন্থী কিছু নেতাকর্মী এর আগেও আমার বাড়ি ভাঙচুর করেছে। আমাকে বড় অংকের চাঁদা দিতে হুমকি ধামকি দিয়েছে। বিষয়টি সে সময় আমি থানায় অবগত করে রেখেছিলাম হয়তো ওই সব দুষ্কৃতকারীরাই আমাকে প্রাণী মেরে ফেলতে চেয়েছিল।
এদিকে অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম মাতুব্বর সন্ত্রাসী আক্রমণের শিকার হয়েছে জানতে পেরে ভাঙ্গার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ছাত্রছাত্রী হাসপাতালে ভিড় জমায় এবং দায়ীদের দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের কাছে আবেদন করেন।