• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
বাস উল্টে খাদে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৪৫ যাত্রী

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ফরিদপুর গামী একটি লোকালবাস উল্টে খাদে পড়ে প্রায় ৪৫জন যাত্রী আহত হয়েছে।

শুক্রবার দুপুর আড়াইটায় দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া মহাসড়কের মুজুরদিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মো. ওহিদুজ্জামান খান সাইফুল জানান, আলফাডাঙ্গা হতে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ন্যাশনাল লোকালবাস (ফরিদপুর-ব ১১-০০০৬) মুজুরদিয়া ব্রীজে উঠার সময় মাঝকান্দি থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-চ ৫১-৪০৯৬) একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় লোকালবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসে থাকা ৫০জন যাত্রী মারাত্মক আহত হয়। আহতদের মধ্যে সকলকে উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে মারাত্বক আহত ১৫জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এ ঘটনায় বাসে থাকা সবাই স্বাভাবিক অবস্থায় সুস্থ রয়েছে। কারো মৃত্যুর ঘটনা ঘটনা ঘটেনি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।