ফরিদপুরে তারেক রহমানের নির্দেশে
বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিংকুর সার্বিক নির্দেশনায় ফরিদপুর জেলা যুব দলের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন করোনা প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ ২০০শত অসহায় মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরন করেছেন। শুক্রবার বিকালে ফরিদপুর শহরতলীর ভাজনডাঙ্গায় অসহায় পরিবার হাতে তিনি উপহার সামগ্রী হিসেবে সাধারন চাল ও পোলার চাল,ডাল,চিনি,সেমাই ও দুধ বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা যুব দলের সহ-সভাপতি মোঃ আরমান হোসেন,সহ-সাধারন সম্পাদক ফাহিম রহমান রাসেল,মোঃ নাসির খান,প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান সেন্টু,ক্রীড়া সম্পাদক মোঃ হাসান রেজা,সাহিত্যে সম্পাদক রেজাউন রিজু,সহ-ধর্ম বিষয়ক সম্পাদক তারেক হোসেন,সদস্য মোঃ সবুজ,মোঃ রিয়াকত হোসেন,ছাত্র নেতা লিমন প্রমুখ।
এসময় জেলা যুব দলের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশের মানুষ এখন কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। তাদের কষ্টের কথা চিন্ত্মা করে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির সকল অংগসংগঠনকে নির্দেশ দিয়েছেন যার যার সামর্থ অনুযায়ী ঐ সকল অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তার নির্দেশে সারাদেশের ন্যায় ফরিদপুর জেলা যুবদলসহ অন্যন্য অংগসংগঠনের নেতারা ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িঁয়েছে। তারই অংশ হিসেবে আজ আমাদের পক্ষ থেকে ২০০শত পরিবার কে ঈদের উপহার সামগ্রী বিতরন করলাম।