মানিক কুমার দাস,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার রঞ্জন মোল্লার ডাঙ্গী এলাকার সহজ সরল কৃষক কালাম ব্যাপারী (৫৬)। যিনি মাথার ঘাম পায়ে ফেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের হিসাব শাখায় টাকা জমা রেখেছিলেন। তবে সে জানতেন না এটিএম কার্ড কি এবং তার প্রয়োজনীয়তা কি? তিনি চেক বই দিয়েই তার প্রয়োজন মেটাতেন এবং এটিএম কার্ড নিতে অস্বীকৃতি জানান।
তার এই সহজ সরলতাকে পুঁজি করে উক্ত ব্যাংকের সাবেক কর্মচারী বদরুল ইসলাম তাসিন (৩৫) টাকার লোভে কালাম ব্যাপারীর এটিএম কার্ড ডেলিভারী দেবার নাম করে নিজের কাছে রেখে দেন এবং সুযোগ বুঝে ফরিদপুর ট্রমা সেন্টারের ডিসকাউন্ট কার্ড রেজিষ্ট্রেশনের নাম করে কালাম ব্যাপারীর মোবাইল ডিজিটালি নিজের মোবাইলের সাথে সংযুক্ত করে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) নিয়ে কালাম ব্যাপারীর এটিএম কার্ড এ্যাকটিভ করেন।
উক্ত কার্ড এ্যাকটিভ (চালু) করার পর লোভী অসাধু বদরুল ইসলাম তাসিন (৩৫) এবং তার স্ত্রী নাহি আক্তার উর্মি (২৪) ফরিদপুর শহরে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুটি বুথ থেকে ১ লক্ষ ৫৫ হাজার টাকা উত্তোলন করেন। পরে কৃষক কালাম ব্যাপারী ফরিদপুরের পুলিশ সাইবার সাপোর্টে অভিযোগ করলে সাইবার টিম বদরুল ইসলাম তাসিন (৩৫) ও তার স্ত্রী মাহি আক্তার উর্মিকে (২৪) আজ মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে গ্রেফতার করে। এসময় অপরাধের সকল আলামতসহ নগদ ১ লক্ষ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, ওই দম্পতির বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ১৮/২৩/৩৫ ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।