সাবেক ছাত্রলীগ নেতা সত্যজিৎ মুখার্জীর জামিন লাভ করেছে।
বহু মামলায় দীর্ঘদিন কারাবাসের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পেয়েছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক জি.এস. এ্যাডঃ সত্যজিৎ মুখার্জী।
২৪টি মামলায় নানাভাবে কারাগারে আটক ছিলেন তিনি। উচ্চ আদালতের মাধ্যমে জামিনে মঙ্গলবার বেলা ৩টায় ফরিদপুর জেলা কারাগার থেকে তিনি বের হয়ে আসেন। এসময় কারা ফটকের বাহিরে শতাধিক নেতাকর্মী ও সমর্থক তাকে ফুলের মালা পড়িয়ে বরন করে নেন।
মুঠোফোনে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আ.লীগের ঘাড়ে বসা স্বাধীনতাবিরোধী চক্রের ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম। যতদিন বেঁচে আছি মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করে যবো।