নিরঞ্জন মিত্র ( নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায়, নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি কতৃক আয়োজিত
(২২ডিসেম্বর) বুধবার সকাল ১১ টায় মেরিন টেকনোলজি মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনার অনুষ্ঠানের আগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজীর বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার এর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ কর্ণারে অর্ধ শতাধিক ছবি স্থাপন করা হয়েছে। এছাড়া ই- লাইব্রেরিতে গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর বই রয়েছে। এর মাধ্যমে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজীর শিক্ষার্থীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্যক ধারণ নিতে পারবে।
ফরিদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজীর অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ খোরশেদ আলম এর সভাপতিত্বে, সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
জেলা প্রশাসক অতুল সরকার বলেন, যে কাজের জন্য বিদেশ যাওয়া হবে সেই কাজের উপর দক্ষতা অর্জন করে গমন করলে বিদেশে শ্রমের মূল্য অনেক বেশি পাওয়া যাবে।
তবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোন দেশে যাচ্ছি, কেন যাচ্ছি, কি কাজে যাচ্ছি সেইসব বিষয়ে ভালভাবে খোজ নিয়ে জানতে হবে। প্রত্যেককে তার পছন্দের বিষয়ে দক্ষ হওয়ার পরামর্শ দেন।
ভিটা মাটি বিক্রি করে বেসরকারি ভাবে দালালের মাধ্যমে বিদেশে গমন করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এতে বিদেশে গিয়ে বিভিন্ন অত্যচারের মুখে পরতে হয়। এবং অর্থ যৌবন সবকিছু হারায়। নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব নিরসনে ভূমিকা রাখতে হবে। সব ধরনের বিষয়ে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে।
বিদেশগামীদের প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রশিক্ষন গ্রহণের মাধ্যমে বিদেশে গমন করতে পরামর্শ দেন তিনি।
সেমিনার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ, মোঃ আখতারুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা মটর শ্রমিক ওয়াকস্ এর সাধারণ সম্পাদক ও ১২ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাছির, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক এপিএস এ্যাড. সত্যজিৎ মুখার্জি।
সেমিনার অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফরিদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়।
এ সময় সেমিনার অনুষ্ঠানে বিভিন্ন এনজিও প্রতিনিধি, মৎস্য চাষি, মসজিদের ইমাম, হিন্দু বৈদ্ধো খিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ কমিটির নেতৃবৃন্দ, নির্মাণ শ্রমিক ও মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজী কর্মকর্তা, কর্মচারি ও প্রশিক্ষণার্থী, পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নের জন্য করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কিভাবে একজন অভিবাসন প্রত্যাশী নিরাপদে এবং কম খরচে বিদেশে যেতে পারে সেই বিষয়ে স্বাগত বক্তব্যে পরামর্শ প্রদান করেন ইনস্টিটিউট অব মেরিনটেকনোলজি অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ খোরশেদ আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজী সিনিয়র ইন্সট্রাক্টর,জিয়াউল হক।