মোঃ রমজান সিকদার, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি- ২২/৬/২২
ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ বুধবার দুপুরে এক কিশোর ও এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। কিশোর ও বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবারের লোকজন। ভাঙ্গা থানার উপ- পরিদর্শক মনির হোসেন জানায়, উপজেলার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামের সামাদ ফকিরের পুত্র সাইদুর ফকির(১৫) মঙ্গলবার গভীর রাতে নিজ ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বুধবার সকালে বাড়ির লোকজন সাইদুরকে ডাকাডাকি করলে ঘরের ভিতরে কোন সাড়াশব্দ না মেলায় দরজা ভেঙে সাইদুরের লাশ ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সাইদুরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। সাইদুর পেশায় একজন রাজমিস্ত্রি ছিল। অপরদিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্ৰামের চাঁন মোল্লার স্ত্রী জয়ফুল বেগম (৭৫) একই দিন দুপুরে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বুধবার বিকেলে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।