বোয়ালমারীতে আব্দুর রহমানের পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরন
বোয়ালমারী- আলফাডাঙ্গা, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিতঃ 4 বছর আগে
329 বার দেখা হয়েছে
০
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম মেম্বর মো. আব্দুর রহমানের পক্ষ থেকে মঙ্গলবার (২২ ডিসেম্বর) পাঁচ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উপজেলা আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহসভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, যুবলীগ নেতা মো. দাউদুজ্জামান দাউদ, এমএম শাফউল্লাহ শাফি, ফরিদপুর জেলা ছাত্রলীগের সদস্য সোহরাব হোসেন, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক, উপজেলা ছাত্রলীগ নেতা সোহান, রাজিব আহমেদ, নয়ন বিশ্বাস প্রমুখ।