আলফাডাঙ্গায় ক্যাবের পক্ষ থেকে ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে গণস্বাক্ষর
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশিতঃ 4 বছর আগে
426 বার দেখা হয়েছে
০
আলমগীর কবির,আলফাডাঙ্গা থেকেঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় ক্যাবের সভাপতি সাংবাদিক কবীর হোসেন নেতৃত্বে
ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়ে গণস্বাক্ষর শুরু করেছে ক্যাব।
২২ জানুয়ারি শুক্রবার সকাল থেকে এ গণস্বাক্ষর কার্যক্রম উপজেলার বিভিন্ন স্থৃানে অনুষ্ঠিত হয়েছে।
এ গণস্বাক্ষরে অংশ নেয়,পৌর মেয়র সাইফুর রহমান সাইফার,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ক্যাব প্রতিনিধি আলমগীর কবীর, সাবেক প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম,ক্যাবের সহসভাপতি ইকবাল হোসেনসহ
ব্যবসায়ী,সাংবাদিক,ক্যাব প্রতিনিধি, মানবাধিকার কর্মী,রাজনৈতিক, কৃষক,দিনমজুর,শ্রমিক,ছাত্র শিক্ষক,জনপ্রতিনিধি, সরকারি -বেসরকারি চাকুরী জীবি ও নানা পেশার ব্যক্তিরা এ স্বাক্ষরে অংশ গ্রহন করেন।
এছাড়াও ক্যাবের সাবেক সভাপতি অধ্যাপক মোরাদ হোসেন তালুকদার, জেলা ক্যাবের সদস্য প্রভাষক মোহাম্মদ আবুল বাশার, গোলাম আজম এতে স্বাক্ষর দেন।