চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ–
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও পূনর্বাসন
অধিদপ্তরের উদ্যোগে পদ্মা নদীর ভাঙন কবলিত ৩০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল উপজেলা সভাকক্ষে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়।
এসব চেক বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ বাবর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু ও উপজেলা মৎস্য অফিসার মাহমুদুল হাসান প্রমূখ।
জানা যায়, ওই দিন উপজেলার ভাঙন কবলিত প্রতি পরিবারে ২২৩৩ টাকা করে চারটি ইউনিয়নের মোট ৩০ পরিবারের মাঝে ৬৭ হাজার টাকার চেক আর্থিক সহায়তা বাবদ বিতরন করা হয়। উক্ত পরিবারগুলো গত বর্ষা মৌসুমে পদ্মা নদীর ভাঙনের শিকার হয়ে ক্ষতিগ্রস্থ অবস্থায় আছে। তাই ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়।