করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতিতে দিনাজপুর জেলার মসজিদগুলোতে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেল ৩টায় দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ের কাঞ্চন মিলনায়তনে মসজিদের ইমামদের হাতে চেক তুলে দেন দিনাজপুরের জেলা প্রশাসক মো: মাহমুদুল আলম।
এসময় তিনি বলেন, করোনা পরিস্থিতিতে আমাদের দেশের সকল শ্রেনী পেশার মানুষ কম-বেশী আর্থিক ক্ষতির সমুক্ষীন হয়েছে। সরকার জেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। এরই অংশ হিসেবে আজ দিনাজপুর জেলার ৬হাজার ৮শত ৮টি মসজিদে ৩কোটি ৪০লক্ষ ৪০ হাজার টাকা বিতরণ করা হচ্ছে। এর আগে দিনাজপুরের ৪০১টি কাওমী মাদ্রাসায় ৪৪ লাখ ৫হাজার টাকা বিতরণ করা হয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে সরকার দেশের প্রতিটি মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
জেলা প্রশাসক মো: মাহমুদুল আলম মসজিদের ইমামদের উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে মসজিদের ইমামদের ভূমিকা রাখতে হবে। নামাজের খুতবার সময় মুসুল্লিদের সামাজিক দূরত্ব সহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানাতে হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আবু সালেহ মো: মাহফুজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মো: সানিউল ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক রফিকুল্লা আজহারী প্রমুখ।
আরও পড়ুন