• ঢাকা
  • মঙ্গলবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ ইং
ফরিদপুরে ট্রাকচাপায় প্রাণ গেল চালকের

হারুন-অর-রশীদ, ফরিদপুর:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাটি টানা ট্রলি ট্রাকের চাপায় ইমামুল বিশ্বাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোবিন্দপুর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমামুল একই উপজেলার সৈয়দপুর গ্রামের ছলেমান বিশ্বাসের ছেলে। নিজের ট্রাকের চাপায় তার মৃত্যু হয়েছে।

জানা যায়, গোবিন্দপুর পূর্বপাড়া নামক এলাকায় মাটির কাঁচা রাস্তার ওপর দিয়ে যাওয়ার সময় তার ট্রাকের চাকা মাটিতে ডেবে যায়। এ সময় ট্রাকের ইঞ্জিন উল্টে বডির সঙ্গে লেগে যায়।

তখন ইঞ্জিন ও বডির মধ্যে চালক ইমামুলের মুখ চাপা খেয়ে থেঁতলে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় সেলাহাটি রেলগেট নামক স্থানে পৌঁছালে তিনি মারা যান।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাচ আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেয়েছিলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মরদেহের ময়না তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।