তারাকান্দায় এক যুবকের অপমৃত্যু
ময়মনসিংহের তারাকান্দায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে তারাকান্দা থানা পুলিশ।
জানা গেছে, আজ সোমবার (২২ জুন) সকালে স্থানীয় লোকজন গালাগাঁও-চাড়িয়া গ্রামের সীমানা কাছে কাঁদা পানিতে মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। মৃত. আবু তালেব (৩২) উপজেলার গালাগাঁও ইউনিয়নের গালাগাঁও গ্রামের মৃত. আব্দুল মতিনের ছোট ছেলে। সে চাড়িয়া বাজারে আব্দুল হেলিমের দোকানে টেইলার্সের কাজ করতেন।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।