নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু ফরিদপুর জেলা ১ম বিভাগ ফুটবল লীগ-২০২১ এর শুভ উদ্বোধন হয়েছে।
জেলা ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে ২২ নভেম্বর সোমবার বিকেল ৩ টায় শেখ জামাল স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে লীগের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান (বিপিএম সেবা)।
জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামীম হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ শামসুল হক, পৌর মেয়র অমিতাভ বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোসলেম উদ্দীন, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন প্রমুখ।
এই লীগে মোট আটটি দল অংশ গ্রহণ করছে। অংশগ্রহণকারী দল সমূহ, আবাহনী ক্রীড়া চক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব, লক্ষীপুর যুব সংঘ, শেখ জামাল ক্রীড়া চক্র, শফিউদ্দিন স্মৃতি সংঘ, সবু্জ সেনা ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ও ফরিদপুর মুসলিম মিশন।
অতিথিদের অভ্যর্থনা জানান ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান মোঃ খায়ের মিয়া।
উদ্বোধনী দিনে আবাহনী ক্রীড়া চক্র ও ফরিদপুর মুসলিম মিশন এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।