• ঢাকা
  • শুক্রবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ ইং
মানবতার ফেরিওয়ালা চাঁদপুরের ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাইউম

করোনা ভাইরাসের ভয়াল থাবায় সারা দেশের মানুষ রয়েছে অঘোষিত লকডাউনে। ফলে মানুষ হয়ে পড়েছে কর্মহীন। কর্মহীন মানুষের দিন কাটছে কষ্টে আর আতংকে। এই অঘোষিত লকডাউনে দিশেহারা মানুষের পাশে এসে দাড়ালেন মোহাম্মদ কাইউম(বাবুল)

মতলব উত্তর উপজেলা, চাঁদপুর এর আওতাধীন মোহনপুর ইউনিয়নের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর সাবেক জেনারেল সেক্রেটারি, মুইয়্যার সিনিয়র এডভাইজর, মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ আব্দুল মান্নান মিয়ার সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার মিয়া মোহাম্মদ কাইউম (বাবুল ) এর পক্ষ থেকে নভেল করোনা (COVID-19) ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ১৮৫০ শ্রমজীবী, হতদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়।

উক্ত কার্যক্রমটি সঠিক ভাবে বাস্তবায়ন করার লক্ষে সামাজিক দূরত্ব নিশ্চিত এবং স্বাস্থ্য বিধি লঙ্ঘন যেনো কোন ক্রমেই না হয় সেজন্য গত ২০-০৫-২০২০ ইং এবং ২১-০৫-২০২০ ইং তারিখে টোকেন বিতরন করা হয় এবং মোহনপুর বাজার ও টেক্কাপোল (মুদাফর) বাজারে ৪টি মুদি দোকান কে নির্দিষ্ট করে দেওয়া হয় সেই সাথে দোকান গুলো থেকে প্রত্যেককে আলাদা নির্দিষ্ট সময়ে সংগ্রহ করার সময়‌ বেঁধে দেওয়ার দিকনির্দেশনাও দেয়া হয়।

যা আজ ২২-৫-২০২০ ইং সকাল ৮-৩০ মিঃ হতে ঐ নির্দিষ্ট দোকান গুলো থেকে ঈদ সামগ্রী উপহার বিতরণ কার্যক্রম শুরু করে পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী উপহার বিলি করা হয়।

প্রতি পরিবারের জন্য ঈদ উপহার হিসেবে বরাদ্দ ছিলো ৪ পেকেট বনফুল লাচ্ছি সেমাই, ২ কেজি চিনির পেকেট, ১ কেজি ডাইল, ১ লিটার তৈল ও অন্যন্য ঈদের সামগ্রী।

ঈদ সামগ্রী উপহার পেয়ে প্রান্তিক পর্যায়ের এই অসহায় পরিবার গুলোর মুখে হাসি ফুটে উঠে পাশাপাশি উক্ত পরিবার গুলো উদ্যোগতাকে দোয়া করতে ও দেখা যায়।

উল্লেখ্য যে মহামারী করোনা মোকাবেলায় গত ২২-৪-২০ইং ইঞ্জি. মিয়া মোহাম্মদ কাইউম (বাবুল ) এর পক্ষ থেকে তার নিজ বাড়ি মোহনপুরে ৬০০ শত হত দরিদ্র ও অসহায় পরিবার কে খাদ্য সহায়তা করছিলেন যেখানে প্রতি পরিবারের জন্য ছিলো ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ কেজি ছোলা বুট, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার তৈল ইত্যাদি ৷

ইঞ্জি. মিয়া মোহাম্মদ কাইউম মুইয়্যা টাইমসকে মুঠো ফোনে বলেন-
ইচ্ছা ছিল মতলবের সব হত দরিদ্র পরিবার গুলোকে ঈদ সামগ্রী উপহার দেওয়ার কিন্তু আমার সীমাবদ্ধতা আছে , আমি ব্যবসায়ী নই , আমি একজন পেশাজীবি ৷

আমি আমার এলাকায়, আমার সাধ্যের সেরাটা দিয়ে চেষ্ঠা করছি দেশের এই সংকটময় সময়ে হত দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকার এবং অসহায় পরিবার গুলোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার।

পাশাপাশা উনি সমাজের সকলকে যারযার অবস্থান থেকে দেশের এই সংকটময় সময়ে এগিয়ে আসার আহ্বান জানান ৷

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।