আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (২২.১১.২১) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, যৌতুক, ইভ টিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন , মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, পুলিশ উপ -পরিদর্শক মো.আ:আজিজ শেখ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.নাজমুল হাসান.উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আকরামুজ্জামান, সরকারি কলেজের সহ অধ্যাপক মোরাদ হোসেন তালুকদার, উপজেলা ক্যাবের সভাপতি সাংবাদিক কবীর হোসেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির,ইউপি চেয়ারম্যান রাজ ইসলাম খোকন ও জাহাঙ্গীর আলম প্রমৃখ।