• ঢাকা
  • বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক

একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করে যাব

শিমুল দিনাজপুর প্রতিনিধিঃ  প্রতি বছরের ন্যায় এবারেও দিনাজপুর শিক্ষাবোর্ড মহান ২১ ফেব্রুয়ারী ২০২১ ও আন্র্Íজাতিক মাতৃভাষা দিবসটি  যথাযোথ মর্যাদায় স্বাস্থ্য বিধি মেনে পালন করা হয়েছে।

রবিবার দিনাজপুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আয়োজনে ও দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সহযোগীতায় মহান ২১ ফেব্রুয়ারীর প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অপর্ণ এর মধ্য দিয়ে দিবসটি কার্যক্রম শুারু হয়, সকালে দিনাজপুর শিক্ষাবোর্ড চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শদ্ধাঞ্জলী অপর্ণ শেষে শিক্ষাবোর্ড হলরুমে আলোচনা সভা ও ভাষা শহীদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি দিনাজপুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক বলেন, ভাষা মানুষের বড় পরিচয় আর যারা এই বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন আমরা সবাই তাদের আজ নানা ভাবে স্বরণ করছি। তাদের জীবন বিফলে জায়নি তারা এনে দিয়েছে আমাদের মুখের ভাষা প্রাণের ভাষা বাংলাভাষা, তাই আমাদের উচিত ভাষা সৈনিকদের ইতিহাস আমাদের সন্তানদের মধ্যে একুশের চেতনায় স্থাপন করা। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করে যাব।

শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী’র প্রাণবদ্ধ সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক মোঃ আমিনুল হক সরকার, পরিক্ষা নিয়ন্ত্রিক মোঃ তোফাজ্জুর রহমান,কলেজ পরিদর্শক অধ্যাপক ফারাজ উদ্দিন তালুকদার, বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক আবু হেনা মোস্তফা কামাল,উপ সচিব ড. আব্দুর রাজ্জাক, উপ পরিক্ষা নিয়ত্রক হারুন অর রশিদ, উপ- বিদ্যালয় পরিদর্শক আলতাফ হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।