মানিক কুমার দাস, ফরিদপুর : –ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে ৭ দিনব্যাপী অনুষ্ঠিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রতিদিনই মেলায় থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান । এরই অংশ হিসেবে একের পর এক অনুষ্ঠান করছে সংগঠনগুলো।
সোমবার সন্ধ্যায় প্রায় পাঁচটি সংগঠন তাদের ভিন্ন ভিন্ন উপস্থাপনা করে।
শুরুতে অনুষ্ঠান করে সাংস্কৃতিক সংগঠন খেলাঘর, তাদের পরিবেশনা ছিল – কবিতা আবৃতি ও নাচ।
এরপর অনুষ্ঠান করে আবৃত্তি সংসদ তাদের পরিবেশনায় ছিল- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবিতা এতে তাদের স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন।
এরপর বীর মুক্তিযুদ্ধা আব্দুর রহমান ফকিরের নিজস্ব গ্রন্থ পিতা শেখ মুজিবুর রহমানের কান্নার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
এরপর অনুষ্ঠান করে সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়, তাদের পরিবেশনায় ছিল নাচ গান ও কবিতা আবৃতি।
অনুষ্ঠান শেষ হয় বাংলা থিয়েটার নাটক বাতাসে লাশের গন্ধ পরিবেশনের মাধ্যমে । এ নাটকটি গ্রন্থনা ও পরিকল্পনা দেন আনিসুর রহমান এবং নির্দেশনা দেন মোবাশ্বের উল ইসলাম।
উল্লেখযোগ্য সংখ্যক দর্শক অনুষ্ঠান গুলো উপভোগ করেন।