চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপার নেতৃত্বে সোমবার সন্ধায় সদর বাজারের শেখ আঃ সালামের সার-গুদামে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। উক্ত সার গুদামটি নোংড়া ও আবর্জনা করে রাখার দায়ে ৫শ’ টাকা জরিমানা ধার্য করেন ভ্রাম্যমান আদালত। সার ব্যবস্হাপনা আইন ২০০৬ এর ১৬(১) ধারা মোতাবেক জরিমানার টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখানো হয়। অভিযানে অন্যরা হলেন-উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার, উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল, মোবাইল কোর্ট পেশকার সাদ্দাম হোসেন ও আনসার ব্যাটলিয়নের চার সদস্য।
জানা যায়, দীর্ঘদিন ধরে নোংড়া আবর্জনা ও অস্বাস্হ্যকর পরিবেশের মধ্যে থেকে উপজেলা সদর বাজারের সার ডিলার শেক আঃ সালাম ব্যবসা পরিচালনা করে আসছে বলে অভিযোগ। তাই সোমবার সন্ধায় উক্ত সার গুদামে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। অভিযানে নগদ ৫শ’ টাকা জরিমানা আদায় করেন সার ডিলারকে সতর্ক করা হয়।