জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতে ২ গরুর মৃত্যু
বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি,ফিরোজ আল মুজাহিদ বাবু:জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় চার আমখাওয়া ইউনিয়নে সহোদর দুই ভাইয়ের ২ টি গরু বজ্রপাতে মারা গিয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, আমখাওয়া বয়রা পাড়া গ্রামের আবদুল গনির দুই ছেলে হাসান ও হোসেন। দুই ভাই দুটি ষাড় গরু লালন পালন করতো, তাদের শেষ সম্বলই ছিলো এই দুই গরু। গরু দুটি গোয়াল ঘরে বাধা অবস্থায় আজ বিকেলে কাল বৈশাখী ঝড় বৃষ্টি ও প্রচুর বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের কারনে গরু দুটি গোয়াল ঘরেই মারা যায়। তারা আরো বলেন গরু দুটির আনুমানিক বাজার মূল্য ছিলো দেড় লক্ষ টাকা, এটাই ছিলো তাদের শেষ সম্বল।