আম্ফানে ক্ষতিগ্রস্ত সম্বলহারা বৃদ্ধার দায়িত্ব নিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার
কুষ্টিয়ার সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামের বাসিন্দা বিধবা নিঃসন্তান আমিরুল নেছার সম্বল এক টুকরো ঘর কেড়ে নিয়েছে আম্পান ঝড়ে। এখন অসহায় আমিরুন নেছা খোলা আকাশের নিচে বসবাসত করছে।
কুষ্টিয়ার মানবিক পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত সামাজিক ফেসবুকে ভিডিওটি দেখে তাৎক্ষণিক ঔ অসহায় বৃদ্ধার বাড়িতে গিয়ে নগদ এক লক্ষ টাকা খাদ্য সামগ্রী বিতরণ করেন। একটি ঘর করতে আরো যা টাকা লাগবে সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন পুলিশ সুপার। তিনি এই অসহায় মানুষের পাশে দাড়িয়ে সাহায্য হাত বাড়িয়ে দেওয়ায় এলাকাবাসী তাকে অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা।