করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ফরিদপুর পৌরসভার জনগুরুত্তপূর্ণ স্থানে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফরিদপুরের আয়োজনে হ্যান্ড ওয়াশিং পয়েন্ট স্থাপন করছে জনগণের চলাচলের পথে তারা যেন জীবাণুমুক্ত থাকতে পা। স্থানগুলি হল , জনবহুল বাস টার্মিনাল, এসপি অফিসের সামনে, জেলা প্রশাসকের অফিসের সামনে, হাজি শরিয়তুল্লাহ বাজার, ফরিদপুর নিউ মার্কেটের দুই গেটে ২ টি, ফরিদপুর পৌরসভার প্রধান ফটকে, ভাঙ্গা রাস্তার মোড়ে পুলিশ বক্সের পাশে এবং ফরিদপুর সদর থানার সামনে স্হাপন করেছে।এছাড়াও শহরের জনগুরুত্তপূর্ণ স্থান যেমন পৌরসভার প্রবেশদ্বার, বাস টার্মিনাল, ভাঙ্গা রাস্তার মোড়, শিশু হাসপাতাল, জনতা ব্যাংকের মোড় সহ বিভিন্ন স্থানে পক্ষকালব্যাপি জীবানুনাশক হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হ্যান্ড ওয়াশিং ক্যাম্পেইন চলমান থাকবে বলে জানিয়েছেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্চলিক সমন্বয়কারী মোঃ ইকরাম হোসেন। এ কার্যক্রম ছাড়াও জনসাধারনের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছে। দেশের এ ক্রান্তিলগ্নে তাদের এ সচেতনতা মুলক কর্মকান্ডকে জনসাধারণ সাধুবাদ জানিয়েছে।