ফরিদপুর জেলা পরিষদ উপ -নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মোঃ সেলিম মিঞা ।
আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ নওয়াবুল ইসলামের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোহাম্মাদ লোকমান হোসেন,যুগ্ন-সম্পাদক মাহমুদ আল সিদ্দিকি ,শহর বিএনপির যুগ্ন-সম্পাদক আব্দুল কাউয়ুম মিয়া ,ফরিদপুর শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম পলাশ প্রমুখ।
অধ্যক্ষ মোঃ সেলিম মিঞা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা , বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি( বাকশিস )এর প্রেসিডিয়াম সদস্য, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সভাপতি, বাখুন্ডা কলেজ ফরিদপুর এর অধ্যক্ষ, গেরদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।