না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক কে এম রুবেল
ডেস্ক রিপোর্ট:-
না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক কে এম রুবেল ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। কে এম রুবেল বৈশাখী টেলিভিশন এর ফরিদপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
তিনি আজ ২৩ জুলাই রাত ১২ টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ও ২ পুত্র সন্তান রেখে গেছেন। সদালাপী ও মিষ্টভাষী কে এম রুবেল এর মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলসহ অনেকে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।