সমাজসেবক,শিক্ষক ফিরোজার রহমান এর ২৩ তম মৃত্যু বার্ষিকী আজ।
২৩ সেপ্টেম্বর ১৯৯৭ সালের এই দিনে ইন্তেকাল করেন ফরিদপুরের সুপরিচিত সমাজ সেবক, মাস্টারসাব হিসেবে খ্যাত ফিরোজার রহমান ।
১৯১৯ সালের ২৫ জানুয়ারি জন্ম গ্রহণ করেন ফিরোজার রহমান ।
তিনি ১৯৪৩ সালে রাজেন্দ্র কলেজ থেকে আই.এ এবং পরে বি.এ পাস করেন ।
বাঙ্গালীর স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রামে বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর ফিরোজার রহমান বৃহত্তর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এবং জাতীয় কমিটির সদস্য ছিলেন ।
১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় হানাদার পাক বাহিনী তাকে ও ডা. আব্দুস সালাম চৌধুরীর তৎকালীন বাসভবন ‘স্বর্ণ কুটির ‘ থেকে আটক করে এবং কয়েকমাস অন্তরীণ রাখে ।
শিক্ষানুরাগী ফিরোজার রহমান ইয়াছিন কলেজ প্রতিষ্ঠায় প্রধান অর্থদাতাদের একজন ছিলেন । তিনি ১৯৮৫ সালে ফরিদপুরে প্রতিষ্ঠা করেন অটিজম স্কুল ।
ফরিদপুরের সকল গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান যেমন ডায়াবেটিক সমিতি, অন্ধকল্যাণ সমিতি, শিশু হাসপাতাল , মুসলিম মিশন প্রভৃতির প্রতিষ্ঠা ও পরিচালনার সাথে জড়িত ছিলেন ফিরোজার রহমান ।
তিনি কয়েক মেয়াদে ফরিদপুর চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রি এর সভাপতির দায়িত্ব পালন করেন।
সর্বমহলের কাছে শ্রদ্ধেয় , স্পষ্টবক্তা, স্বাধীনচেতা ও সৎসাহসী ছিলেন ফিরোজার রহমান।