• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
সালথা’য় গানে গানে ঘরে থাকার আহবান পুলিশের

মনির মোল্যা, সালথা (ফ‌রিদপুর) প্র‌তি‌নি‌ধি: :…….…….………………………..

গানে গানে ঘরে থাকার আহবান সালথা থানা পুলিশের। ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় মহামা‌রি কর‌েনো ভাইরা‌সের প্রকোপ থে‌কে সাধারন মানুষ‌কে স‌চেতন কর‌তে এবং ক‌রোনা ভাইরাসে সবাইকে ঘ‌রে থাক‌তে ব্য‌তিক্রমী এই আয়োজন ক‌রে ফ‌রিদপুর জেলা ।

ফ‌রিদপুর জেলা পু‌লি‌শের আ‌য়োজ‌নে এবং সালথা থানা পু‌লি‌শের সা‌র্বিক সহ‌যো‌গিতায় বুধবার রাত ৮টার সময় সালথা বাজা‌রের চৌধুরী মো‌ড়ে ব্যা‌তিক্র‌মী এই সচেতনাতামূলক সঙ্গীত প‌রিবেশনা ক‌রে ফ‌রিদপুর জেলা পু‌লি‌শের এক‌টি টিম।

মূলত ক‌রোনা ভাইরা‌সের ভয়াবহতা ও এই ভাইরা‌স সমপ‌র্কে মানুষ‌কে স‌চেতন কর‌তে ব্যতিক্র‌মী এই সঙ্গীত প‌রি‌বেশনা। সাধারন মানুষ দূর‌ থে‌কে, বা‌ড়ির ছাদ থে‌কে এবং সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে দেখ‌তে পে‌রে‌ছে এই সঙ্গীত প‌রি‌বেশনা‌টি।
সামা‌জিক দুরত্ব বজায় রে‌খে এসময় উপ‌স্থিত ছি‌লেন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (ডিএস‌বি) সাইফুজ্জামান মিয়া, অতিরিক্ত পু‌লিশ সুপার (সদর) সাহিদুল ইসলাম, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, তদন্ত কর্মকর্তা সুব্রত গোলদার, সালথা থানা সে‌কেন্ড অফিসার শ‌হীদুল ইসলাম প্রমূখ।
গান প‌রি‌বেশন ও অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন রিজার্ভ পু‌লিশ ফ‌রিদপু‌রের এসআই আনোয়ার হো‌সেন ও ফ‌রিদপুর জেলা পু‌লি‌শের বি‌শেষ এক‌টি টিম।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ এসময় সাংবা‌দিক‌দের ব‌লেন সাধারন মানুষকে ঘ‌রে থাক‌তে উদ্ভদ্ধ কর‌তে এবং মহামা‌রি ক‌রোনা ভাইরা‌স সমপ‌র্কে স‌চেতন কর‌তে ফ‌রিদপুর জেলা পু‌লি‌শের এই আয়োজন। সক‌লেই ঘ‌রে থাকুন নি‌জে এবং প‌রিবা‌রের সদস্য‌দের‌কে নিরাপ‌দে রাখুন। ক‌রোনা প‌রি‌স্থি‌তি‌তে সকল সাস্থ‌্যবি‌ধি মেনে চলুন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।